Brand Ambassador(7 Star)

পূর্ণ সদস্য(৭ স্টার বা ব্যান্ড আ্যাম্বাসেডর) হওয়ার পর অর্জিত(শর্ত  প্রযোজ্য) সূবিধাসমূহঃ
১। পাঁচটি দীর্ঘস্থায়ী রোগ যথাঃ ক. ক্যান্সার খ. হৃদরোগ গ. স্টোক ঘ. লিভার সিরোসিস এবং কিডনী ড্যামেজ হলে ২-২.৫ লক্ষ টাকা চিকিৎসা ভাতার আবেদন করা যাবে।
২। ছয় মাসের  প্রবেশনারী পিরিয়ড বা ১,১৩,৬০০ টাকা সম্মানী প্রাপ্তির সাথে সাথেই HSP-DSM পূর্ণ সদস্য পদ(7 Star/Band Ambassador) অর্জন।
৩। সদস্য নিজে/পোষ্য কেউ যদি উচ্চ শিক্ষার জন্য স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কোয়ালিফাই করে তাহলে ভর্তি সহায়তা সহ তিন মাসের খোরপোষ গ্রহণের আবেদন করতে পারবে। সদস্য নিজে/পোষ্য যদি অন্য দেশে স্কলারশীপ অর্জন করে তাহলে ব্যাংক সিকিউরিটির সম্পূর্ণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য সহায়তা (ফেরতযোগ্য) পাওয়া যাবে। এছাড়া ও সদস্য অথবা সংশ্লিষ্ট কারো সন্তান যদি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে মেধাক্রম প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে তাহলে বিশেষ পুরষ্কার পাবে।
৪। প্রতিবেশী বা নিজ ওয়ার্ড বা সংরক্ষিত তিন ওয়ার্ডে মৌলিক চাহিদা মেটাতে অসমর্থ যে কারো বিয়ে-শাদী অথবা মানবিক বিপর্যয়ে পতিত হলে তার বা তাদের জন্য সহায়তা আবেদন করা  যাবে।
৫। যেকোন সরকারী ভাতা প্রাপ্তির যোগ্যদের পক্ষে এ্যাডভোকেসী কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে। যোগ্যদের  জাতীয় মানবাধিকার ইউনিটির সদস্য পদ নিশ্চায়ন করা হবে ।
৬। গ্রাহককে একটি টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান প্রদান করা হবে। যা তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। মৃত্যু  অথবা সম্পূর্ণ ও স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে পূর্ণ বীমা অংক পরিশোধযোগ্য। বিঃ;দ্রঃ- গ্রাহক চাইলে শর্ত পূরণ সাপেক্ষ বীমা অংক বাড়াতে পারবে এবং সুলভে স্বাস্থ্য বীমা নিতে পারবে এবং পরিবারের একাধিক সদস্যের জন্য প্ল্যান ক্রয় করতে পারবে। বয়স সীমা (১৮-৫০)বছর।[শর্ত  প্রযোজ্য]
৭। বাসস্থানের উন্নয়নের জ্ন্য নামমাত্র লাভে চার কক্ষ বি শিষ্ট্য একটি সেমিপাকা বিল্ডিং নির্মানের জন্য বিনিয়োগ পাওয়া যাবে। উল্লেখ্য দোচালা ঘর  মালিকদের অগ্রাধিকার।
৮। ধারাবাহিকভাবে ‘ওমরা হজ্ব’ প্যাকেজ নিশ্চায়ন করা হবে। যেতে না চাইলে অর্থ। ইনসেনটিভ প্রদান করা হবে।
৯। HSP-DSM কর্তৃক  নির্ধারিত হাসপাতালে বিশেষ ডিসকাউন্ট পাওয়া যাবে।
১০। বিনাদোষে প্রতারণামূলক মামলায় ফেঁসে গেলে জাতীয় মানবাধিকার ইউনিটি ও অন্যান্য লিগ্যাল এইড সংস্থার মাধ্যমে  সার্বিক সহযোগীতা পাওয়া যাবে।
১১। ফাইনান্স বা বিনিয়োগ প্রতিষ্ঠানে ঝুঁকিবিহীন ভাবে অর্থ বিনিয়োগ করে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাষিক এবং বাৎসরিক ভাবে লভ্যাংশ গ্রহণ করা যাবে অথবা বিনিয়োগ গ্রহণ করা যাবে। (যদি প্রয়োজন হয়)
১২। ফুল টাইম/পার্ট টাইম আয়মূলক কাজের সূযোগ নিশ্চায়ন করা হবে। বিদেশে চাকুরীর ক্ষেত্রে মর্গেজ প্রদান সাপেক্ষ (৫-১৫) বিনিয়োগ গ্রহণ করা যাবে(শর্ত প্রযোজ্য)। ৫% সার্ভিস চার্জ সহ নির্ধারিত প্রিমিয়ামে ফেরতযোগ্য এবং নুন্যতম এক(১) জন HSP-DSM মেম্বারকে বিদেশে চাকুরির ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে ভিসা ও প্রসেসিং ফি প্রদান করা হবে।
 ১৩। ১০টি পূর্ণাঙ্গ সার্কেল পূর্ণ করলে একটি  ১০০ সিসি মোটর সাইকেল উপহার প্রাপ্তি। মোটর সাইকেলটি মানবাধিকার বাস্তবায়ন সংক্রান্ত কাজে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহৃত হবে।
১৪। পেনশন স্কিমে সম্পৃক্ত করা হবে। (শর্ত প্রযোজ্য)
১৫। চিত্ত বিনোদনের অংশ হিসেবে বিভিন্ন ট্যুর প্যাকেজের আওতায় আনা হবে। বাংলাদেশের ৬৪টি জেলা শহর ভ্রমণ ও বিভাগীয় শহরে বিমান ট্যুর নিশ্চায়ন করা হবে।