Facilities for 7 Star(Full Member)

পূর্ণ সদস্য হওয়ার পর অর্জিত সূবিধাসমূহঃ 
১। ছয়টি দীর্ঘস্থায়ী রোগ যথাঃ ক. ক্যান্সার, খ.হৃদরোগ, গ. স্টোক, ঘ. লিভার সিরোসিস, ঙ. কিডনী ড্যামেজ এবং চ. টিবি/যক্ষা হলে চিকিৎসা সহায়তার জন্য আবেদন করা যাবে।
২। ১,১৩,৬০০/- টাকা সম্মানী ভাতা প্রাপ্তির সাথে সাথেই HSP-DSM এর পূর্ণ সদস্যপদ অর্জন।
৩। সদস্য নিজে/পোষ্য কেউ যদি উচ্চ শিক্ষার জন্য স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কোয়ালিফাই করে তাহলে ভর্তি সহায়তা সহ তিন মাসের খোরপোষ গ্রহণের আবেদন করতে পারবে।
৪। প্রতিবেশী বা নিজ ওয়ার্ড বা সংরক্ষিত তিন ওয়ার্ডে মৌলিক চাহিদা মেটাতে অসমর্থ যে কারো বিয়ে-শাদী অথবা মানবিক বিপর্যয়ে পতিত হলে তার বা তাদের জন্য সহায়তা আবেদন করা  যাবে।
৫। যেকোন সরকারী ভাতা প্রাপ্তির যোগ্যদের পক্ষে এ্যাডভোকেসী কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে।
৬। সদস্য নিজে/পোষ্য যদি অন্য দেশে স্কলারশীপ অর্জন করে তাহলে ব্যাংক সিকিউরিটির সম্পূর্ণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য সহায়তা (ফেরতযোগ্য) পাওয়া যাবে।
৭। জাতীয় মানবাধিকার ইউনিটির সদস্য পদ নিশ্চায়ন করা হবে (যোগ্যদের)।
৮। ধারাবাহিকভাবে ‘ওমরা হজ্ব’ প্যাকেজ র‌্যাফেল ড্রয়ের অন্তর্ভূক্ত হবে।
৯। ফেরতযোগ্য ব্যবসায়িক মূলধন(স্বল্প লাভে) সংগ্রহে সার্বিক সহায়তা পাওয়া যাবে।
১০। বিনাদোষে প্রতারণামূলক মামলায় ফেঁসে গেলে জাতীয় মানবাধিকার ইউনিটির মাধ্যমে সার্বিক সহযোগীতা পাওয়া যাবে।
১১। ফাইনান্স বা বিনিয়োগ প্রতিষ্ঠানে ঝুঁকিবিহীন ভাবে অর্থ বিনিয়োগ করে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাষিক এবং বাৎসরিক ভাবে লভ্যাংশ গ্রহণ করা যাবে অথবা বিনিয়োগ গ্রহণ করা যাবে। (যদি প্রয়োজন হয়)
১২। ফুল টাইম/পার্ট টাইম আয়মূলক কাজের সূযোগ নিশ্চায়ন করা হবে।
১৩। ১০টি পূর্ণাঙ্গ সার্কেল পূর্ণ করলে একটি  ১০০ সিসি মোটর সাইকেল উপহার প্রাপ্তি। মোটর সাইকেলটি মানবাধিকার বাস্তবায়ন সংক্রান্ত কাজে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহৃত হবে।
১৪। পেনশন স্কিমে সম্পৃক্ত করা হবে। (শর্ত প্রযোজ্য)
১৫। চিত্ত বিনোদনের অংশ হিসেবে বিভিন্ন ট্যুর প্যাকেজের আওতায় আনা হবে।