Terms and Condition

সদস্য পদ অর্জনের শর্তাবলীঃ 

১। (ক) জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা, মৌলিক মানবিক অধিকার বিষয়ে জানা এবং ১০ জনকে জানানো। বিশেষত মানুষের ৬টি মৌলিক চাহিদা বিষয়ে জানা এবং পূরণে অবদান রাখা।

(খ) T3 অর্থাৎ Trainee, Teacher এবং Trainer ধাপ সম্পন্ন করা। 

২। ১০ জন নাগরিকের সাথে HSP-DSM বিষয়ে আলোচনা করে তাদেরকে মেম্বার বানানোর মানষিকতা পোষণ।

৩। ১০০০/-(এক হাজার) টাকা সদস্য ফি সহ লিগ্যাল ডকুমেন্টস সাবমিটের মানষিকতা এবং সুনাগরিকের গুণাবলী অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখা।

৪। ‘মানবাধিকার অগ্রাধিকার’-বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা।

৫। HSC-DSM কর্তৃত গৃহীত যেকোন সামাজিক, ধর্মীয় এবং মানবিক কাজে নিজের সর্বোচ্চ অবদান রাখা।

৬। একটি সাধারণ সঞ্চয়ী ব্যাংক একাউন্ট থাকা।

৭। সমাজ, নৈতিকতা এবং রাষ্ট্র বিরোধী কোন প্রকার কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকা।

৮। HSP-DSM নির্ধারিত প্রোডাক্ট নুন্যতম একবার ব্যবহার করা এবং ফিডব্যাক প্রদান।

৯। HSP-DSM থেকে প্রাপ্ত সম্মানীর একটি নির্দিষ্ট অংশ(নুন্যতম ৫%) মানবিক কাজে ব্যয়ের মানষিকতা।

১০। ‘একাকী আমি ক্ষুদ্র, একসাথে আমরা মহাসমুদ্র’-স্লোগানটিকে স্বীকৃতি প্রদান এবং বাস্তবায়ন।

[12:14 am, 22/01/2025] +880 1718-110032: *কার্যক্রমের উদ্দেশ্যঃ প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদা, মৌলিক মানবিক অধিকার  এবং

সার্বজনীন মানবাধিকার নিশ্চায়নে আর্থিক সুরক্ষা বলয় তৈরি*